বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়ক শাকিব খান।বর্তমানে তিনি একটু বেশিই বাস্ত।পর পর কয়েক টি সিনেমাতে চুক্তি বধ্য হওয়াতে শাকিব খান একটু বেশিই বাস্ত হয়ে পরেন।সম্প্রতি শাকিব খান "নোলক" ছবির শুটিং করার জন্য ভারতের হায়দাবাদে বাস্ত সমায় পার করছেন।
"আমি নেতা হবো" ছবিটির কাজ শেষের দিকে শুধু বাকি আছে একটি গানের শুটিং।কিন্তু শাকিব খান বাস্ত হয়েপরায় আর গান টির শুটিং শেষ করতে সমায় লাগবে।প্রযোজকের ইচ্ছা, নতুন বছরের ফেব্রুয়ারিতে শাকিব খান ও মিম অভিনীত ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেবেন। তাই আগেভাগে চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাছ থেকে ছাড়পত্র নিতে চান তিনি। তাই একটি গানের শুটিং বাকি রেখে গত বৃহস্পতিবার ছাড়পত্রের জন্য ছবিটি চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে।
সিনেমাটির পরিচালক উত্তম আকাশ বলেন ‘প্রযোজক কাজ এগিয়ে রাখতে চান। তাই ছাড়পত্রের জন্য জমা দিয়েছেন। শাকিব খান এখন ভীষণ ব্যস্ত। মূলত তাঁর শিডিউল মেলাতে পারলে গানের কাজ শেষ করব। শাকিব দেশে ফেরার পর তাঁর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’
গান বাকি রেখে কি কোন ছবি সেন্সরের জন্য জমা দেওয়া যায়?
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মুনশি জালাল উদ্দিন বলেন 'কোন সিনেমার শুটিং এর কিছু অংশ বাকি বা কোন গানের শুটিং যদি বাকি থাকে তবে সিনেমাটি সেন্সরের জন্য জমা দেওয়া জায়।তবে বাকি অংশের শুটিং শেষ হলে চুরান্ত ভাবে মুক্তির আগে আবার সিনেমাটি সেন্সরে জমা দিতে হয়।তখন প্রথম সনদ জমা দিয়ে ছাড়পত্রের চূড়ান্ত সনদের জন্য অপেক্ষা করতে হবে।’